এক্সপ্রেসওয়ের বাসে যাত্রীদের ভিড়, আরও গণপরিবহন চালুর দাবি

সংগৃহীত ছবি

এক্সপ্রেসওয়ের বাসে যাত্রীদের ভিড়, আরও গণপরিবহন চালুর দাবি

অনলাইন ডেস্ক

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস চলার তৃতীয় দিন আজ।  এ দিন বাস কাউন্টারগুলোতে দেখা যায় যাত্রীদের ভিড়। কাউন্টার ম্যানেজাররা বলছেন, চাপ একটু বেশি থাকায় সকালে গাড়ি ছাড়তে পাঁচ মিনিট অতিরিক্ত সময় নিতে হয়েছে তাদের। এমন সমস্যা সমাধানে যাত্রীদের দাবি, বিআরটিসির পাশাপাশি  অন্যান্য পরিবহনগুলোকেও এই রুটে চালাচলের অনুমতি দেওয়া হোক।

 

সরেজমিনে দেখা গেছে, দ্রুততম সময়ে উত্তরা পৌঁছাতে আশপাশ থেকে রিকশায় কাউন্টারে আসছেন মানুষজন। আসার সঙ্গে সঙ্গে তারা টিকিট পাচ্ছেন না। কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে।  

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দ্রুত গন্তব্যে যাওয়া যাচ্ছে বলে তারা এই রুটকে বেছে নিচ্ছেন।

তারা সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। যাত্রীরা বলেন, বাসের সংখ্যা কম থাকায় কিছুটা  অপেক্ষা করতে হচ্ছে। তাই বিআরটিসির মতো অন্যান্য বাসও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতে দেওয়া উচিত।  

বাস দেরিতে ছাড়ার কারণ জানতে চাইলে একজন কাউন্টার ম্যানেজার বলেন, সকালে সড়কে একটু বেশি চাপ থাকে। তাই বাস ছাড়তে খানিকটা সময় লেগে যায়। মানুষের ভিড় দিন দিন যেভাবে বাড়ছে তাতে খুব শিগগিরই এই রুটে বাসের সংখ্যা বাড়াতে হবে।  

সংশ্লিষ্টরা মনে করছেন এই রুটে সবগুলো কোম্পানি তাদের বাস চালু করলে নিচের যানজট কমে যাবে।

news24bd.tv/আইএএম