ডিম-আলু-পেঁয়াজের বেঁধে দেওয়া দাম কার্যকর হয়নি:  বাণিজ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

ডিম-আলু-পেঁয়াজের বেঁধে দেওয়া দাম কার্যকর হয়নি:  বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

ডিম-আলু-পেয়াঁজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বাজারে বেঁধে দেওয়া হলেও তা কার্যকর না হওয়ার কথা স্বীকার করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। ইবিএলের মাধ্যমে রুপিতে আন্তর্জাতিক লেনদেন সম্পন্ন করা উপলক্ষে বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত একটি সেমিনারে তিনি এ কথা বলেন।  

ডিম আমাদানির সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডিম আমদানির সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার পেছনের কারণ হলো, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মতামত দিতে দেরি হয়েছে।  

মন্ত্রী জানান, বাজার তদারকি জোরদার করা হচ্ছে দাম নিয়ন্ত্রণে।

নির্ধারিত দাম কার্যকরে অর্থ মন্ত্রাণলয়কে সিদ্ধান্ত নিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ও চায় বাড়তি দামে যেসব ব্যাংক ডলার বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক