বিএনপি থেকে আরও অনেকে তৃণমূলে যোগ দেবে: তথ্যমন্ত্রী 

সংগৃহীত ছবি

বিএনপি থেকে আরও অনেকে তৃণমূলে যোগ দেবে: তথ্যমন্ত্রী 

অনলাইন ডেস্ক

আরও অনেকে বিএনপি থেকে পালিয়ে তৃণমূল বিএনপিতে যোগ দিবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানিয়েছেন, বিএনপিতে মূল্যায়ন না পাওয়া এবং নির্বাচনের সুযোগ না থাকায় অনেক বিএনপি নেতা দলছুট হতে পারে।  

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এ কথা বলেন।

নির্বাচন বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির এখনকার বক্তব্য আর একমাস আগের বক্তব্যের পার্থক্য আছে।

তারা ২০১৮ সালের নির্বাচনে এসেছিল শেষ পর্যন্ত। এবারও বিএনপি নির্বাচনে আসবে না বললেও শেষ কি করে সেটা দেখার অপেক্ষায় দেশের মানুষ। গাধা জল ঘোলা করে খায় এবারও সেরকমটা হবেনা তা বলা যায়না।

সরকার চায় বিএনপি নির্বাচনে আসুক।

কিন্তু তারা নির্বাচনে জেতার গ্যারান্টি চায়, এই গ্যারান্টি তাদেরকে কেউ দিতে পারবে না। নির্বাচন কমিশন কি তাদেরকে সেই গ্যারান্টি দিতে পারবে? এমন প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী।  

বিএনপির নেতাদের বিরুদ্ধে হামলা-মামলা প্রসঙ্গে তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির সময় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরও বেশি মামলা হামলা হয়েছে।  এই ভয়ে আওয়ামী লীগের নেতারা পালিয়ে ছিলো না।

news24bd.tv/আইএএম