বাগেরহাটে সরকারি দপ্তরের দুর্নীতি বন্ধে গণশুনানি

বাগেরহাটে সরকারি দপ্তরের দুর্নীতি বন্ধে গণশুনানি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দুর্নীতি বন্ধে ‘রুখবো দুর্নীতি- গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহম্মদ খালিদ হোসেনের সঞ্চালনায় এই গণশুনানিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুদকের সহকারী পরিচালক আকতার হোসেন, পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা।

বাগেরহাট পৌরসভা, জেলা পরিষদ, বিআরটিএ, পাসপোর্ট, হাসপাতাল, স্বাস্থ্য, সমাজে সেবা, জেলা প্রশাসনের ভূমি হুকুম দখল বিভাগ, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণশুনানিতে অভিযোগকারীরা তাদের বক্তব্য তুলে ধরেন।

গণশুনানিতে দুদক সচিব মো. মাহবুব হোসেন বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দুর্নীতি বন্ধে প্রতিষ্ঠান সতর্ক করার পাশাপাশি অভিযোগকারীদের সমস্যাগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক