সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ আজ

প্রতীকী ছবি

সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ আজ

অনলাইন ডেস্ক

সরকারের পদত্যাগসহ নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ সিলেট অভিমুখে রোডমার্চ করবে বিএনপি। সকাল ১০টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহর থেকে রোডমার্চ শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেটে গিয়ে শেষ হবে। এ রোডমার্চ পাঁচটি জেলাকে ছুঁয়ে যাবে।

তাই প্রতিটি জেলায় একটি করে সমাবেশ হবে। কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলটি।  

কেন্দ্র ঘোষিত ৩ অক্টোবর পর্যন্ত টানা কর্মসূচির তৃতীয় দিন কাল শুক্রবার ঢাকা মহানগরের যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ হবে। একই দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সারা দেশে জেলা-মহানগর, উপজেলা-পৌরসভা-ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিলের কর্মসূচিও পালন করবে দলটি।

 

আজকের রোডমার্চের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শুরু হবে। এতে বাস, মিনিবাস, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ নানা যানবাহন থাকবে। প্রতিটি যানবাহনেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থাকবেন।

বুধবার সকালে ভৈরবে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা করে। স্থানীয় উপজেলা বিএনপি আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, আমরা শান্তিপূর্ণ রোডমার্চ করব। এতে কেউ বাধা দেবে, এমনটা আমরা মনে করি না।  

ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, দুর্নীতিবাজ সরকারের অধীনে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে না। উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, রোডমার্চে কেউ বাধা দিলে জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ শামীম আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।