নারীদের ইসলামি পোশাক পরিধানের বিষয়ে আরও কঠোর হচ্ছে ইরান সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে সম্প্রতি দেশটিতে নতুন বিল পাস হয়েছে। যেখানে শাস্তির বিধার রাখা হয়েছে ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত।
আল জাজিরার খবরে বলা হয়, ‘হিজাম বিল’ নামে একটি বিলটি বুধবার (২০ সেপ্টেম্বর) ইরানের সংসদে পাস হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, তিন বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমোদন দেয়া এই বিলটি এখনো আইনে পরিণত হয়নি। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে।