ঢাকার ২১টি খাল দখলমুক্ত করতে গঠিত কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশে নদ-নদীর সংখ্যা নির্ধারণ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রবাহহীন সকল নদ-নদী খননের উদ্যোগ নেয়া হয়েছে। বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদী দখল ও দূষণমুক্ত করতে কাজ চলছে। এছাড়া, হাওর ও বিলের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। প্রতিটি জেলায় নদ-নদী দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের তাগিদ দিয়ে রিজওয়ানা হাসান বলেন, প্রতিটি মন্ত্রণালয়ের সমন্বয়ে নদ-নদীর তালিকা পুনরায় প্রকাশ করতে হবে এবং এতে ভূমি মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করতে হবে। তালিকায় অফিসিয়াল ও স্থানীয় নাম উল্লেখ থাকবে। খাল ও নদীর মধ্যে পার্থক্য করে আলাদা তালিকা প্রস্তুত করতে হবে।...
ঢাকার ২১টি খাল দখলমুক্ত করতে কার্যক্রম শুরু: রিজওয়ানা হাসান
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রের জ্যেষ্ঠ সচিব আবদুল মোমেনের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ আবদুল মোমেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিউজ২৪-কে নিশ্চিত করেছেন সচিব নিজেই। গত ১৮ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান আবদুল মোমেন। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোহাম্মদ আবদুল মোমেন। তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন সে বিষয়টি স্পষ্ট নয়। news24bd.tv/FA
দেশের ইতিহাসে বর্তমান সরকার সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
দেশের ইতিহাসে বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এসময় সঠিক তথ্য প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এদিন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ১০ সাংবাদিক। news24bd.tv/FA
অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনা: প্রতিবেদন গেলো প্রধান উপদেষ্টার কাছে
নিজস্ব প্রতিবেদক
পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদনের পর্যালোচনার প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে কমিটি। কমিটির প্রধান জাকির আহমেদ খান, তার পাঁচ সদস্যের দলসহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রতিবেদনটি সুপারিশসহ পেশ করেন। প্রতিবেদনটি পর্যালোচনা করে, ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ঠা আগস্ট পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চাকরিতে বঞ্চনার শিকার এবং ওই সময়কালে অবসরে যাওয়া কর্মকর্তাদের জন্য সুপারিশ তৈরি করা হয়। গত ১৬ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে সাবেক অর্থ সচিব ও বিশ্বব্যাংকে সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয় এই প্রতিবেদন প্রস্তুতির জন্য। কমিটি নির্ধারিত ৯০ দিনের আগেই প্রতিবেদনটি জমা দেওয়ায় প্রধান উপদেষ্টা কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর