এনআইডি সার্ভার চালু

সংগৃহীত ছবি

এনআইডি সার্ভার চালু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার প্রায় ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম করা যাচ্ছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় সার্ভার চালু করার কথা থাকলেও সার্ভারে প্রবেশ করা যায়নি। বুধবার সকাল থেকে পার্টনার সার্ভিসগুলোর (সেবাদানকারী প্রতিষ্ঠান) জন্য সার্ভার চালু করা গেলেও ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম রাত পর্যন্ত চালু করা সম্ভব হয়নি।

পরে আজ সকাল থেকে পুরোপুরিভাবে সার্ভার চালু হয়েছে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার বন্ধের আগে ঘোষণা দেয়া জরুরি নয়- এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম। বুধবার (২০ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ে নিজকক্ষে সাংবাদিকদের তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারে এমন হতেই পারে। ডেটাবেইজ থাকলে সবসময় সাইবার হামলার ঝুঁকি থাকে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক