হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী জেরিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক জেলা ও দায়রা জজ সুদীপ্ত দাস আসামি জাকির হোসেনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আরেক আসামি হলো পাটলী গ্রামের আব্দুল হাইর ছেলে নূর হোসেন।
আদালত সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের এসএসসি পরীক্ষার্থী মেধাবী মদিনাতুল কোবরা জেরিনকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল একই গ্রামের দিদার হোসেনের ছেলে জাকির হোসেন।
এনিয়ে জানানো হয় নালিশ। এর জের ধরেই ২০২০ সালের ১৮ জানুয়ারি সকালে রিচি উচ্চ বিদ্যালয়ে কোচিং করতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে জেরিনকে অপহরণের চেষ্টা চালায় জাকির।
সিএনজি অটোরিকশায় ধস্তাধস্তির এক পর্যায়ে গাড়ি থেকে ফেলে দিলে গুরুতর আহত জেরিন।
ওইদিন রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন জেরিনের বাবা আব্দুল হাই। এ ঘটনায় নুর হোসেন ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সিএনজি অটোরিকশা থেকে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয় জেরিনকে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানার তৎকালীন ওসি মাসুক আলী দণ্ডিত দুইজনের নামে অভিযোগ পত্র দাখিল করেন। ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক অপহরণ এর অপরাধে উভয় আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা এবং হত্যার অপরাধে উভয় আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, এতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।