যশোরের বেনাপোল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বেনাপোল পৌরগেট সংলগ্ন অবস্থিত ফুড পোর্ট ক্যাফের সামনে কালভাটের নিচ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। তবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
এ সময় স্থানীয়রা জানান, সকালে মরদেহটি ব্রিজের নিচে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
বেনাপোল পোর্ট থানার তদন্ত (ওসি) কামাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।
news24bd.tv/কেআই