সেই চোটে আবারও বিশ্বকাপ স্বপ্ন শেষ নর্কিয়ার 

সংগৃহীত ছবি

সেই চোটে আবারও বিশ্বকাপ স্বপ্ন শেষ নর্কিয়ার 

অনলাইন ডেস্ক

চার বছর আগে ঠিক একই পরিস্থিতিতে পড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নর্কিয়াকে। চোটের কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে হয়। ভারত বিশ্বকাপের আগেও একই পরিস্থিতিতে পড়লেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল থেকে তিনি বাদ পড়েছেন ইনজুরির কারণে।

আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ) নিশ্চিত করেছেন ভারতের ফ্লাইট ধরা হচ্ছেনা তার। তবে শুধু নর্কিয়াই নন, ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন সিসান্দা মালাগাও। হাঁটুর চোটে পড়ে ভুগছিলেন তিনি।

দুই ক্রিকেটারের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ বব ওয়াল্টার, ‘বিশ্বকাপ থেকে বাদ পড়াটা আনরিক এবং সিসান্দার জন্য খুবই দুইঃখজনক ব্যাপার।

আমরা তাদের বাদ পড়ার ব্যাপারে সমবেদনা জানাই। সেইসঙ্গে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাদের ফিরে আসার চেষ্টায় পূর্ণ সহায়তা করা হবে। ’

তবে দুই খেলোয়াড় বাদ পড়লে কারা দলে ঢুকবেন, সেটাও নিশ্চিত করা হয়েছে এরইমাঝে। নরকিয়া এবং মালাগার বদলে প্রোটিয়াদের বিশ্বকাপ দলে আসছেন অ্যানডাইল ফেলুকায়ো এবং লিজাড উইলিয়ামস। দুজনেই সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে দক্ষিণ আফ্রিকান দলের অংশ ছিলেন।

news24bd.tv/SHS 

সম্পর্কিত খবর