যশোরের চাচড়া বাবলাতলায় মাটি বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম মুরাদ (৩০) । সে যশোর সদর উপজেলা বাঘারপাড়ার দোয়াখোলা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক আর মাটি বহনকারী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। পর তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।
news24bd.tv/কেআই