ম্যাচের শুরুতেই নেমেছিল বৃষ্টি। যার কারণে দৈর্ঘ্য কমে নেমে আসে ৪২ ওভারে। নিউজিল্যান্ড তাদের ব্যাটিং ইনিংসে ৩৩.৪ ওভারে খেলতে ফের মিরপুরে ফেরে বৃষ্টি। মাঝে একবার থামলেও, সেই বৃষ্টি আবারও ফিরেছে।
বৃষ্টির কারণে দ্বিতীয় দফায় খেলা বন্ধের আগে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছে নিউজিল্যান্ডের। দ্বিতীয় দফায় বৃষ্টি বাধায় পড়ার আগে নিউজিল্যান্ড দ্রুত হারায় তিন উইকেট।
প্রথম দফায় বৃষ্টি থামার পর মাঠে নেমে নিউজিল্যান্ড হারায় ফিন অ্যালেন (৯) ও চাদ বোয়েসের (১) উইকেট। দুজনকে উইকেটের পেছনে থাকা নুরুল হাসান সোহানের ক্যাচ বানান ফিজ। ১৬ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ডকে এরপর লড়াইয়ে ফেরান নিকোলস-ইয়াং। স্বাগতিক বোলারদের ভালোই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তারা।
তবে মুস্তাফিজ বোলিংয়ে ফিরেই ভাঙেন এ জুটি। এলবিডব্লুইয়ের ফাঁদে ফেলে তিনি ফেরান ৪৪ রান করা নিকোলসকে। স্কোরবোর্ডে আর ১০ রান যোগ হতে সাজঘরে ফেরেন ইয়াং (৫৮) এবং রচিন রবীন্দ্রও (০)। এ দুজনকে নিজের শিকার বানান নাসুম আহমেদ।
news24bd.tv/SHS