সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড় পুকুরের পমলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান মো. মানিক সিকদার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দীন, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ মারুফ আহম্মেদ, আইনুল ইসলাম নান্টা, মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, অনিমা রাণী মণ্ডল প্রমুখ।
এবারের মেলায় প্রায় তিনশোর অধিক স্টল বসেছে। দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছে মেলায় আগত দর্শনার্থীদের জন্য।
news24bd.tv/কেআই