রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ২৬৩ কেজি তামার তারসহ আটক ৩

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ২৬৩ কেজি তামার তারসহ আটক ৩

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ২৬৩ কেজির অধিক তামার তারসহ চোরচক্রের ৩ জন সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়ন সদস্যরা।  

বৃহস্পতিবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নাম্বর গেটে অভিযান চালিয়ে চোর চক্রের ওই সদস্যদের আটক করা হয়। এ সময় তামার তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভাড়াশিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান (১৯), খুলনার রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মাহাবুব হোসেন (২১) ও খুলনার সোনডাঙ্গা  উপজেলার গোবর চাকা এলাকার মফিজ সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার (৪৮)।

আনসার ব্যাটালিয়ন-৩ এর সহকারী পরিচালক শাহনাজ জেসমিন এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমাণ তামার তার পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে ৩ আনসার ব্যাটালিয়নের সদস্যরা বিদ্যুৎ কেন্দ্রের ১ নাম্বর গেটে অভিযান চালায়।

এ সময় ২৬৩ কেজির অধিক পরিমাণে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের ওই তিন সদস্যকে আটক এবং তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমাণিক মূল্য প্রায় ৪ রাখ টাকা।

news24bd.tv/কেআই