সৌদি প্রো লিগের দল আল হিলালের হয়ে নেইমারের শুরুটা মোটেও ভালো হয়নি। লিগের অভিষেক ম্যাচে তিনি পাননি কোনো, পেলেন না পরের দুই ম্যাচেও। অভিষেকের দিন বদলি হিসেবে নেমে দলের ৬–১ গোলের জয় উদযাপন করলেও, শেষ দুই ম্যাচে তো সেই জয়ও জোতেনি। এএফসি চ্যাম্পিয়নস লিগে তার অভিষেকের দিনে নাভবাহোরের বিপক্ষে আল হিলাল ড্র করে ১–১ গোলে।
লিগ ম্যাচে গতকাল প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে ৯ মিনিটেই প্রতিপক্ষের বিপক্ষে এগিয়ে যায় আল হিলাল। বাঁ প্রান্ত দিয়ে অসাধারণ এক দৌড়ে দামাকের রক্ষণ এলোমেলো করে দিয়ে বক্সের মধ্যে বল ফেলেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা সালেম আল দাওসারি।
প্রথমার্ধে আরও গোল পেতে পারত আল হিলাল। কিন্তু নেইমারের অসাধারণ এক পাস থেকে গোল করতে ব্যর্থ হন ফুলহাম থেকে এ বছর আল হিলালে নাম লেখানো আলেক্সান্দর মিত্রোভিচ। এরপর নেইমার নিজেও গোলের সুযোগ মিস করেন। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে গেছে আল হিলাল। কিন্তু খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারাই। অসাধারণ এক ফ্রি-কিক থেকে ৬৮ মিনিটে দামাককে সমতায় ফেরানো গোলটি করেন রোমনিয়ান ফুটবলার নিকোলা স্তানচিউ।
ড্রয়ের পরেও ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়েই আছে আল হিলাল। শীর্ষে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ১৮।
news24bd.tv/SHS