দিনাজপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

দিনাজপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হা‌কিমপুরে ট্রাকের চাপায় রবীন্দ্রনাথ সরকার (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রবীন্দ্রনাথ সরকার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর এলাকার মৃত পূর্ণা সরকারের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া ঈদগাঁহ মাঠ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।  

হা‌কিমপুর হিলি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ৯৯৯ ফোন পেয়ে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় গিয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় একটি মোটরসাইকেল ও মৃত একজনকে উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম বলেন, সন্ধ্যার দিকে ডাঙ্গাপাড়া এলাকায় অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে পিষ্ট করে চলে যায়। তিনি একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন বলে জানা যায়।