নবাবগ‌ঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রতীকী ছবি

নবাবগ‌ঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

দিনাজপুর প্রতিনিধি: 

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নিহত হয়েছেন। তবে তার কোন পরিচয় এখ‌নো পাওয়া যায়নি। শুক্রবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাদুরিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিল।

এর কিছুক্ষণ পর গোবিন্দগঞ্জগামী পাথর বোঝায় একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে বৃদ্ধ গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ব‌লে, বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

news24bd.tv/কেআই