স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের ‘আত্মহত্যা’

সংগৃহীত ছবি

স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের ‘আত্মহত্যা’

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক যুবলীগকর্মী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আত্মহত্যাকারী যুবকের নাম তুষার প্রামাণিক (৩০)। তিনি উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা এবং বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফরিদ প্রামাণিকের ছেলে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চরবর্ণী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, তিন সন্তানের জনক তুষার প্রামাণিক তার স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে মৃতদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন মুঠোফোনে রাত সাড়ে ১০টার দিকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক