এ বছর সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাজার ৩১৭ 

সংগৃহীত ছবি

এ বছর সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাজার ৩১৭ 

অনলাইন ডেস্ক

চলতি বছর দেশে ৩ হাজার ৫৬২টি সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৩১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ হাজার ১৭২ জন।  শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।  

ইলিয়াস কাঞ্চন বলেন, জাতিসংঘ স্বীকৃত ‘সেইফ সিস্টেম অ্যাপ্রোচ’ এর সমন্বয়ে একটি পৃথক সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করে তা বাস্তবায়ন করলে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

এই প্রক্রিয়ায় দুর্ঘটনা কমানোর নজির বিশ্বের বিভিন্ন দেশেই আছে।  

তিনি বলেন, অবকাঠামগত উন্নয়নের পরও সড়ক দুর্ঘটনা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যা উদ্বেগ জনক।  

 ইলিয়াস কাঞ্চন বলেন, বর্তমান সড়ক পরিবহন আইন মূলত সড়কে পরিবহনের জন্য আইন। বেআইনি কিছু সংশোধনী আনা হলেও দুর্ঘটনা রোধে নয়।

তাই সড়কে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ সড়ক সংক্রান্ত আলাদা আইন প্রণয়ন ও যথাযথ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

news24bd.tv/আইএএম