‘মার্কিন ভিসা নীতির প্রভাব বাংলাদেশের ব্যবসায় পড়বে না’

সংগৃহীত ছবি

‘মার্কিন ভিসা নীতির প্রভাব বাংলাদেশের ব্যবসায় পড়বে না’

অনলাইন ডেস্ক

মার্কিন ভিসা নীতির প্রভাব বাংলাদেশের ব্যবসায় পড়বে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দেশের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক না পাঠালেও কিছু যায় আসে না বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে  নগর ও স্থানীয় পরিকল্পনা বিষয়ক তিন দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনে তিনি এ কথা বলেন।  
বাংলাদেশ আরবান ভিশন ২০৫০ এর পরিকল্পনা ও প্রয়োগের বিষয়ে এসময় বক্তারা আলোচনা করেন।

বক্তারা পরিবেশকে বিনষ্ট না করে নগর পরিকল্পনা করার বিষয়ে জোর দেন।  

এই আযোজনে সালমান এফ রহমান মার্কিন ভিসা নীতির প্রয়োগকে খুবই ভালো বলে মন্তব্য করেন। যারা দেশে সুষ্ঠু নির্বাচন চায় না ভিসানীতি তাদের জন্য প্রযোজ্য হবে বলেও মনে করেন তিনি।

news24bd.tv/আইএএম