মহাখালীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ৩ পথশিশুর মৃত্যু

ফাইল ছবি

মহাখালীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ৩ পথশিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালী রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা তিন পথশিশুর (পুরুষ) মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর।

শনিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ সন্ধ্যা ৭টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সকাল সাতটার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে ২৭০ নং পিলারের কাছে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত তিন শিশুর মরদেহ উদ্ধার করে তারা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে অসতর্কভাবে ওই পথশিশুরা রেল লাইন ধরে হাঁটার সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ৪৭ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তারা নিহত হয়।

পুলিশ আরও জানায়, ওই শিশুদের নাম পরিচয় জানতে প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

রেলওয়ে পুলিশের (ঢাকা জেলা) এসপি আনোয়ার হোসেন জানান, মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের মোবাইল ফোনে ধারণকৃত ছবি দিয়ে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

news24bd.tv/FA