'অন অ্যারাইভাল ভিসা দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে চীন'

ছবি সংগৃহীত

 'অন অ্যারাইভাল ভিসা দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে চীন'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশকে অন অ্যারাইভাল (এয়ারপোর্টে আগমনী) ভিসা দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে চীন।

আজ শুক্রবার সচিবালয়ে বাংলাদেশ ও চীনের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দুই ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সকাল ১০টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝির নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠকটি শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আমাদের বলেছেন ব্যবসায়ীসহ অন্যদের চীনের ভিসা পেতে অনেক সময় দেরি হয়ে যায়।

এছাড়া অনেক সময় ঠিক সময়ে ভিসা হয় না। তাই আমরা অন অ্যারাইভাল ভিসা দেওয়ার বিষয়টি ভাবছি। টুরিস্ট, ব্যবসায়ীরা যদি সময়ের অভাবে ভিসা না নিয়ে যান। তাহলে তারা (চায়না) অন অ্যারাইভাল ভিসা দেবেন।
তারা এ বিষয়ে আলোচনা করে গেছেন এবং পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর