রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় মুরগি বহনকারী গাড়ির ধাক্কায় মাসুদ আহম্মেদ রাসেল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী ধুনিয়া টোল বক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতের ছোট ভাই মো. ফয়সাল আহম্মেদ জানান, ধনিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মুরগি বহনকারী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
জানা যায়, মাসুদ আহম্মেদ রাসেল নোয়াখালী রায়পুরে গার্মেন্টসের কাপড় ব্যবসায়ী আবুল কাশেম বকুলের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা নয়ানগর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তিনি আগে নোকাল বাস চালাতেন। বর্তমানে তেমন কিছু করতেন না। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
news24bd.tv/আইএএম