সাহিত্য-সংগীত-দর্শনে রবীন্দ্রনাথ একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন: প্রণয় ভার্মা 

সংগৃহীত ছবি

সাহিত্য-সংগীত-দর্শনে রবীন্দ্রনাথ একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন: প্রণয় ভার্মা 

অনলাইন ডেস্ক

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বপ্নদর্শী ছিলেন, যার প্রভাব সীমানা ও প্রজন্ম অতিক্রম করেছে। তাঁর গভীর চিন্তাভাবনা, কাব্যিক উজ্জ্বলতা এবং শৈল্পিক প্রচেষ্টা মানবতাকে অনুপ্রাণিত ও সমৃদ্ধ করে চলেছে। সাহিত্য, সংগীত ও দর্শনে তাঁর অবদান বিশ্বে একটি অমোঘ চিহ্ন রেখে গেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়িতে ড. চ ল খান পরিচালিত ডকুমেন্টারি ফিল্ম ‘ছিন্নপত্র: পদ্মা পারে রবীন্দ্রনাথ’ প্রদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ উপস্থিত ছিলেন।

ভারত ও বাংলাদেশের শিল্পীদের প্রশংসা করে হাইকমিশনার বলেন, ছবিটি দুই দেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। এটি আমাদের অংশীদারিত্বের বৈশিষ্ট্য, যা সাংস্কৃতিক বন্ধন এবং শক্তিশালী মানুষের বিনিময়েরও প্রতিফলন।  

অনুষ্ঠানে বিখ্যাত রবীন্দ্রসংগীত গায়ক ও সুরকার সাদী মোহাম্মদের রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়।

news24bd.tv/আইএএম