ভারত-পাকিস্তানের সংঘাতের ঘটনায় সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার সীমান্তজুড়ে সুরক্ষা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৩৩ ব্যাটালিয়ন। সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতি ও সোনাই নদীসহ স্থলভাগের তলুইগাছা, কুশখালী, ভোমরা, লক্ষীদাঁড়ি, খানজিয়া, ঘোনা, গাজীপুর, পদ্মাশাঁখরা, কোমরপুর, বসন্তপুর, দেবহাটা, ভাতশালা, পদ্মশাখরা, ভাদিয়ালী কাকডাঙ্গাসহ গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করছে বিজিবি। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করে সার্বক্ষণিক টহল তৎপরতার জন্য জনবলও বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে সীমান্ত পরিস্থিতি মূল্যায়নের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের জোয়ানরা। সাতক্ষীরা সদর দপ্তর ৩৩ ব্যাটালিয়ন বিজিবির উপ-অধিনায়ক জানান, ভারত-পাকিস্তানের সংঘাতের ঘটনায়...
সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
সাতক্ষীরা প্রতিনিধি

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪
ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনসহ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ মে) ভোররাতে তাদের ভিন্ন ভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কামাল উদ্দিন ছাড়া বাকি গ্রেপ্তাররা হলেন ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার রানা, রাজাপুর ইউনিয়ন ছাত্র লীগ ৮ নং ওয়ার্ডর সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং রামনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার মো. সোহেল। আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ। news24bd.tv/SHS
এই মৌসুমের এটাই সবচেয়ে বড় ইলিশ
অনলাইন ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মার ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৮ হাজার ৪২৮ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (৯ মে) সকালে অনলাইনের মাধ্যমে এক প্রবাসী মাছটি কিনে নেন। শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, ভোরে জেলে ইসমাইল হালদারের কাছ থেকে ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে ৮ হাজার ২৩২ টাকা দিয়ে কিনে নেই। পরে মাছটির ছবি বিক্রির জন্য ফেসবুকে আপলোড করলে এক প্রবাসী ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪২৮ দিয়ে কিনে নেন। প্রবাসীর পরিবার থাকে চট্টগ্রামে। তাই মাছটি সেখানে ডেলিভারি করা হবে। তিনি আরও বলেন, এই মৌসুমের এটাই সবচেয়ে বড় ইলিশ মাছ এখন পর্যন্ত। এত বড় ইলিশ মাছ অনেকদিন এই পদ্মায় পাওয়া যায় না। তাই বেশি দাম হলেও মাছটি আমি কিনে নিয়েছি। পদ্মার বড় ইলিশের চাহিদাও রয়েছে বেশ ভালো। জেলা মৎস্য...
রাতভর নাটকীয়তা, ভোরে গ্রেপ্তার আইভী
অনলাইন ডেস্ক

শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। রাতভর নাটকীয়তার পর শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখানে তার বিপুলসংখ্যক সমর্থক অবস্থান করছিলেন। গাড়িবহর নিয়ে পুলিশও ছিল সতর্ক অবস্থানে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেপ্তারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ খবর পেয়ে আইভীর সমর্থকেরা বাড়িটির সামনে অবস্থান নেন এবং দুটি সড়কের ১০-১৫টি পয়েন্টে বাশ দিয়ে অবরোধ করেন। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতে তাকে গ্রেপ্তার করতে এলে সে সময় তিনি পুলিশের সঙ্গে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত