রাজশাহীর আদালত প্রাঙ্গণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের দুই গ্রুপ।
রোববার দুপুর ১টায় বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী ও তার সমর্থকরা প্রতিমন্ত্রীর ও তার অনুসারীদের করা দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়ার অভিযোগে বিক্ষোভ করেন।
আক্কাস আলীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতে মামলার হাজিরা দিয়ে বের হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মেয়র আক্কাস আলী জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে ৭টি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন।
তিনি জানান, এসব মামলায় প্রায় শতাধিক নেতাকর্মীদের আসামি করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রোষানলে পড়ে তারা হয়রানির শিকার হচ্ছেন।
এদিকে শাহরিয়ার আলমের পক্ষে পালটা বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থকরা। বিক্ষোভকারীদের পক্ষ থেকে সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু জানান, মেয়র আক্কাস আলী সব সময় নৌকার বিরুদ্ধে কাজ করেছেন।