ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ১ শতাংশ সুপারভিশন চার্জ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
রোববার সকালে রাজধানীর মগবাজারে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এসময় ১৫ অক্টোবরের মধ্যে কেটে নেয়া টাকা ফেরত দেয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেয়া হয়।
সংবাদ সম্মেলনের সংগঠনটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে সংকটে এই খাতের ব্যবসায়ীরা।
তিনি বলেন, এই টাকা কর্তনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করা হলেও উত্তর দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৫ অক্টোবরের মধ্যে এই প্রজ্ঞাপন বাতিল ও কেটে নেয়া টাকা ফেরত না দিলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটি।