পাবনায় শিক্ষার্থী সমাবেশে ইমদাদুল হক মিলন

পাবনায় শিক্ষার্থী সমাবেশে ইমদাদুল হক মিলন

পাবনা প্রতিনিধি

মানুষের অগ্রযাত্রায় শিক্ষা সবার আগে প্রয়োজন। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকই নারী। এ কারণে সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রায় নারীর ভূমিকা অপরিহার্য।

সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রায় নারীর ভূমিকা শীর্ষক আলোচনা সভায় দেশ বরেণ্য কথাসাহিত্যিক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন এসব বলেন।

পাবনা শহরের ইমাম গাযযালী হাই স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন মহান স্বাধীনতা যুদ্ধে দেশের নারীদের অবদান বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের অবহিত করেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান তিনি।

ইমাম গাযযালী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা দেশবরেণ্য কথাসাহিত্যিককে তাদের মাঝে পেয়ে অভিভূত হয়ে পড়েন।

তারা শুভসংঘ এবং বসুন্ধরা গ্রুপের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

news24bd.tv/FA