নাটোরের নলডাঙ্গায় জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের হাঁপানিয়া-বাঁশভাগ সড়কের আলমের মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম উপজেলার বাঁশভাগ মধ্যপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে। এই ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় জাহাঙ্গীর আলম মোটরসাইকেলযোগে পিপরুল ইউনিয়নের হাঁপানিয়া থেকে নিজ বাড়ী থেকে ফিরছিলেন। পথে হাঁপানিয়া-বাঁশভাগ সড়কের আলমের মোড়ে পৌঁছালে হেলমেট পরা ৪-৫ জন তাকে পিস্তল ঠেকিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে ২ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনার পরই পুলিশ পরিদর্শন করেছে।
অফিসার ইনচার্জ আবুল কালাম আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ম্যাগজিন পাওয়া গেছে। তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।