সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির নুসরাত জেনি

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির নুসরাত জেনি

মতিউর মর্তুজা, রাজশাহী

১৬ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জেনি। সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে টানা চতুর্থ বারের মতো রাবির আইন বিভাগের শিক্ষার্থীরা এই পরীক্ষায় প্রথম স্থান ধরে রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান৷

এবারের সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১০৪ জনের মধ্যে মেধাতালিকায় প্রথম হয়েছেন রাবি শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি৷

এছাড়াও এই বিভাগ থেকে এখন পর্যন্ত ১৪ জন শিক্ষার্থী সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে৷