তেজগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত ভুবন চন্দ্র মারা গেছেন

সংগৃহীত ছবি

তেজগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত ভুবন চন্দ্র মারা গেছেন

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেস সংলগ্ন সড়কে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল মারা গেছেন। ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে মারা যান তিনি।  

পুলিশ জানায়, মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। পরে নিজ বাড়ি ফেনীতে নেওয়া হবে মরদেহ।

 

গত সোমবার রাত ১০টার দিকে তেজগাঁও শিল্প এলাকার বিজি প্রেসের সামনের রাস্তায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ ওরফে মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে একদল সন্ত্রাসী। এ সময় মোটরসাইকেলে করে ওই পথ দিয়ে নিজ বাসায় ফেরার সময় মাথায় গুলিবিদ্ধ হন ভুবন। পরে তাকে রাজধানীর ধানমন্ডি পপুলারে ভর্তি করা হয়।

news24bd.tv/আইএএম