‘খালেদা জিয়াকে বিদেশে নিতে আবেদন হয়েছে, অথচ সরকার অস্বীকার করছে’ 

সংগৃহীত ছবি

‘খালেদা জিয়াকে বিদেশে নিতে আবেদন হয়েছে, অথচ সরকার অস্বীকার করছে’ 

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, গত ৫ সেপ্টেম্বর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে আবেদন করেছেন তাঁর ভাই শামীম ইস্কান্দার, অথচ কালক্ষেপণ করতে এখন আবেদনের কথা অস্বীকার করছে সরকার।  

সোমবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন তিনি।  

কায়সার কামাল বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশে যাওয়া খালেদা জিয়ার অধিকার। অথচ সেই অধিকার খর্ব করতে তামাশা শুরু করেছে সরকার।

 

তিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি আদালতের এখতিয়ার, অথচ নির্বাহী আদেশে মুক্ত আছেন খালেদা জিয়া। তাই আইন অনুযায়ী বিদেশে চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাহী বিভাগ।

news24bd.tv/আইএএম