আমিনবাজারে বিএনপির সমাবেশ মঞ্চ ভাঙচুর

সংগৃহীত ছবি

আমিনবাজারে বিএনপির সমাবেশ মঞ্চ ভাঙচুর

অনলাইন ডেস্ক

রাজধানীর আমিনবাজারে বিএনপির সমাবেশ মঞ্চ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, এ কারণে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আমিনবাজারের সমাবেশ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।  

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর বরাত দিয়ে শায়রুল কবির খান জানান, রোববার মধ্যরাতে আওয়ামী সন্ত্রাসীরা মঞ্চ ভেঙেছেন। সমাবেশের প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।

তিনি বলেন, এখনো চেষ্টা করছেন যদি পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তাহলে সমাবেশ যথা সময়ে শুরু করবেন, না হলে আগামীকাল সমাবেশ হবে।

আমিনবাজার ছাড়াও রাজধানীর ধোলাইখাল এলাকায় আজ সমাবেশ করার কথা রয়েছে বিএনপির।  

সরকারবিরোধী একদফা আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশ ঘোষণা করে বিএনপি।

news24bd.tv/আইএএম