দুদকসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ই-টেন্ডারিংয়ের দুর্নীতির উৎসগুলো খতিয়ে দেখার অনুরোধ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। প্রতিষ্ঠানটির এক গবেষণায় উঠে এসেছে— ই-টেন্ডারিংয়ের ৭০ শতাংশ কাজই পাচ্ছেন স্থানীয় ঠিকাদার। এছাড়া সরকারি প্রতিষ্ঠানে প্রতি চারটি কাজের একটি একক দরপত্রে হচ্ছে। কেনাকাটায় সরকারি যোগসাজশ, রাজনৈতিক প্রভাব, স্বজন প্রীতির মাধ্যমে এগুলো হচ্ছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ধানমন্ডিতে ‘বাংলাদেশে ই-সরকারি ক্রয়: প্রতিযোগিতামূলক চর্চার প্রবণতা বিশ্লেষণ’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, ই-টেন্ডারিংয়ে শীর্ষ ৫ শতাংশ ঠিকাদারের কাজের হিস্যা প্রতিবছর বাড়ছে। এসব ঠিকাদার গড়ে ৩০ ভাগ কাজের নিয়ন্ত্রণ করছে। এছাড়া, সরকারি বড় দরপত্র চুক্তিগুলো ই-জিপির আওতার বাইরে থাকছে।
এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পারস্পরিক যোগশাজস ও রাজনৈতিক প্রভাব বিদ্যামন থাকায় ই-কেনাকাটায় প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি।
news24bd.tv/আইএএম