রাজধানীর লালবাগে মদিনা মিষ্টান্ন ভাণ্ডার নামের একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পরিদর্শক মো. রাশেদ বিন খালিদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের সূত্রপাত এবং কোনো হতাহতের সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ভবনটির দোতলায় গোডাউন থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে ধোয়ায় ঢেকে যায় গোটা ভবন।
ফায়ার সার্ভিস বলছে এই ভবনে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। পাশাপাশি গোডাউন ও কারখানায় প্লাস্টিক ও দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়েছে দ্রুত। আগুনের সূত্রপাত কিভাবে তা তদন্তের পর বলা যাবে। কোন হতাহত নেই।