প্যারাডাইস-পানামা পেপারস কেলেঙ্কারি তদন্তে সিআইডির ৬ টিম

সংগৃহীত ছবি

প্যারাডাইস-পানামা পেপারস কেলেঙ্কারি তদন্তে সিআইডির ৬ টিম

নিজস্ব প্রতিবেদক

পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে নাম আসা বাংলাদেশি নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিআইডি।

সোমবার হাইকোর্টকে দেয়া প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। ৬টি অনুসন্ধান টিম এ বিষয়ে কাজ করছে বলেও আদালতকে দুদকের পক্ষ থেকে জানানো হয়।

এর আগে গেল ২৬ জানুয়ারি পানামা ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে নাম আসা ৬৯ ব্যক্তি-প্রতিষ্ঠানের তালিকা হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে দাখিল করা হয়।

এর মধ্যে পানামা পেপারসে ৪৩ ও প্যারাডাইস পেপারসে ২৬ জনের নাম রয়েছে।

এর আগে গেল বছর ৪৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা দিয়েছিল দুর্নীতি দমন কমিশন। পরে ওই তালিকার ওপর শুনানি করে পানামা ও প্যারাডাইস পেপারসে নাম আসা অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে গত ৬ই ডিসেম্বর নির্দেশ দেন হাইকোর্ট।

news24bd.tv/FA