সিলেটে স্বামীর খালাতো ভাইয়ের এলোপাথাড়ি ছুরিকাঘাতে এক তরুণী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার স্বামী। এ ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করেছে। পরকীয়ার জেরে এই খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানাধীন ছড়ারপাড় এলাকায় মারামারি করে দুই ব্যক্তি গুরুতর জখম হয়েছেন বলে তারা খবর পান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ছড়ারপাড় জাহাঙ্গীর মিয়ার কলোনীতে স্ত্রী জেসমিন আক্তার (২২) সহ বসবাস করতেন মো. আরিফ আহমদ (২৪)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার মো. রাজা মিয়ার ছেলে।
রোববার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত দুইটার দিকে শাহরুখ ধারালো ছুরি দিয়ে জেসমিন আক্তারের ওপর হামলা করেন। তাকে বাঁচাতে এগিয়ে আসলে স্বামী আরিফ আহমেদকে ছুরিকাঘাত করেন শাহরুখ।
তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত জেসমিন ও তার স্বামী আরিফকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জেসমিন আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফ আহমদ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, পরবর্তীতে ছড়ারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত মো. শাহারুখ আহম্মেদকে গ্রেপ্তার করা হয। এ সময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত রক্তমাখা চাকু উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি আরও জানান, নিহত জেসমিন আক্তার এর মরদেহ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে আছ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
news24bd.tv/AA