আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে কোনো বিশৃঙ্খলা কিংবা নাশকতা করলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মাটিকাটা ইসিবি চত্বর মেইন রোডে রোবাস্ট পেট্রোল টিমের একটি বিশেষ মহড়া প্রদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান।
আবদুর রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে র্যাব বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন করছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যে সারাদেশে একযোগে র্যাব কাজ করছে।
এছাড়া সামাজিক অপরাধ, হত্যা, চুরি, ছিনতাই রোধে নিয়মিত র্যাব-৪ এর বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন থাকবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
র্যাব কর্মকর্তা আরও বলেন, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ইভেন্টের সময় বিভিন্ন স্বার্থান্বেষী মহলের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার আশঙ্কা দেখা দিলে নাগরিকদের জানমালের নিরাপত্তায় র্যাব কাজ করে যাবে।