নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলাশ ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অপরাধে যুবক মো. নাইমুর রহমান নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আাদালত। সেই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়া মরদেহ গুম করার অপরাধে তার পাঁচ বছরের সশ্রম মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায়ের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর দায়ের করা মামলায় আদালত এ রায় ঘোষণা করেছেন। রায়ের ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পিপি রকিবউদ্দিন আহমেদ রাকিব জানান, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর দণ্ডপ্রাপ্ত আসামি মো. নাইমুর রহমান ৬ বছরের শিশুকে আইসক্রিম ও চকলেট কিনে দেয়ার কথা বলে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের পর হত্যা করে এবং লাশ গুম করে। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন।
তিনি আরও জানান, আসামি নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে। মামলার বাদীপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
news24bd.tv/কেআই