ইরান সব সময় আমেরিকার কাছ থেকে ইতিবাচক বার্তা পাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে তিনি সম্প্রতি নিউইয়র্ক যান এবং সেখানে সাত দিন অবস্থান করেন। নিউইয়র্ক সফর শেষে বার্তা সংস্থা ইরনা-কে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, আমরা সব সময় আমেরিকার কাছ থেকে ইতিবাচক বার্তা পেলেও কার্যক্ষেত্রে তাদের আচার-আচরণের ভিত্তিতে আমরা তাদেরকে বিচার করে থাকি।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাঈদির সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের প্রতি ইঙ্গিত করে আব্দুল্লাহিয়ান বলেন, ইরান কেবল ওইসব পরিকল্পনাকেই গুরুত্ব দেবে যেগুলো ইরানি জাতির স্বার্থকে ভালোভাবে নিশ্চিত করবে, রেড লাইন মেনে চলবে এবং চূড়ান্তভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিশ্চিত করবে ও সব পক্ষকে তাদের প্রতিশ্রুতিতে ফিরিয়ে আনবে।
ভিয়েনায় এর আগে কয়েক মাস ধরে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা হলেও এখন তা স্থগিত রয়েছে।