ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে আগামী বুধবার ভারতের উদ্দেশে দেশ ছাড়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। তবে ফ্লাইট ধরতে সময় বাকি যখন ৪৮ ঘণ্টারও কম, তখনও ভিসাই হাতে পাননি বাবর আজমরা। ভিসা পেতে এমন বিলম্ব হওয়ায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
আজ সোমবার কর্মঘণ্টা শেষ হওয়ার পরও ভারতীয় হাইকমিশন থেকে কোনো সদুত্তর পায়নি পিসিবি। এমন বৈষম্যমূলক আচরণ কেন করা হচ্ছে, সেই ব্যাপারে আইসিসির কাছে জবাব চেয়েছে দলটি। যেখানে আয়োজক দেশের (ভারত) ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছিল অংশগ্রহণকারী সব দলকে ভিসা দেওয়া হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার সকালে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান ক্রিকেট দল।
এর আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ভিসা পেতে দেরি হওয়ায় কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ইএসপিএনক্রিকইনফো জানায়, এক সপ্তাহ আগে ভিসার জন্য আবেদন করেছিল পাকিস্তান। কিন্তু ৯ দলের মধ্যে কেবল তারাই ভিসার জন্য এখনো অপেক্ষা করছে। যার কারণ হিসেবে দুই দেশের রাজনৈতিক বৈরিতাই সামনে উঠে আসছে।
news24bd.tv/SHS