তৃণমূলের নেতারা সংসদে গেলে জনগণের দাবি তুলে ধরতে পারবে

বরিশালে আলোচনা সভায় ছাত্র সমাজের সভাপতি

তৃণমূলের নেতারা সংসদে গেলে জনগণের দাবি তুলে ধরতে পারবে

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি মো. আল মামুন বলেছেন, জাতীয় রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছে এজন্য দায়ী সুবিধাবাদী কিছু রাজনীতিবিদ।

তিনি বলেন, একজন তৃণমূলের নেতা ও ছাত্র নেতা থেকে তৈরি নেতা যদি সংসদে যেতো তাহলে জনগণের কথাগুলো সংসদে তুলে ধরতে পারতো।

সোমবার বরিশাল মহানগর শাখা জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।

আল মামুন বলেন, বর্তমানে দেশের রাজনীতিতে যে সংকট চলছে, তা থেকে উত্তরণের জন্য সবার আস্থা আছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর।

এমন সৎ যোগ্য ব্যক্তিকে দেশ পরিচালনার দায়িত্ব দিলেই সকল সমস্যার সমাধান হবে।

প্রধান অতিথির বক্তব্যে আল মামুন বলেন, দেশ সবার আগে। আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হলে আমাদেরকেই তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

জাতীয় ছাত্র সমাজ বরিশাল মহানগরের আহ্বায়ক জাহিদ হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান।

আশরাফুল ইসলাম খান বলেন, সকল দলের উচিত জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সংগঠনের ত্যাগী ও তৃণমূলে জনপ্রিয় ছাত্র নেতাদের মনোনয়ন দিয়ে সংসদে পাঠানো। তাহলে জনগণের দাবিগুলো তুলে ধরতে পারবে তারা।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, বরিশাল জেলা শাখার সাবেক আহবায়ক বাহাদুর, বরিশাল মহানগর শাখার সদস্য সচিব মিরাজ খান সহ সাধারণ সম্পাদক নাইম তালুকদার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মৃধা মিরাজুল ইসলাম রাজ, পাঠচক্র বিষয়ক সম্পাদক জাহিদ হাওলাদার, কেন্দ্রীয় সদস্য তুষার প্রধান, ওসমান গনিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।