প্রসেনজিৎকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন!

প্রসেনজিৎকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন!

অনলাইন ডেস্ক

টালিউডের ‘দশম অবতার’ ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার তাকে শুভেচ্ছা জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। সঙ্গে জুড়ে দিলেন বিশেষ বার্তা।

টালিউডে পূজা শুরুর আগেই মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’।

এই ছবির ট্রেলার প্রকাশ হয়েছে গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর)। আর আজ-ই ছবির ট্রেলার সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন অমিতাভ বচ্চন।  

এক্স (সাবেক টুইটার)-এ প্রসেনজিৎকে তিনি লিখেছেন, ‘বুম্বা, প্রত্যেক বারের মতোই তোমার জন্য শুভকামনা। ’

অমিতাভের সঙ্গে প্রসেনজিৎ এর সম্পর্ক বেজায় ভালো।

সে কথা অনেক বার নিজের মুখেই বলেছেন প্রসেনজিৎ। ‘দশম অবতার’ নিয়ে অমিতাভের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে উচ্ছ্বসিত প্রসেনজিৎ।

news24bd.tv/TR