রাজধানীর তেজগাঁওয়ে প্রাইভেটকার আরোহী শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনায় মারুফ বিল্লাহ ওরফে হিমেল নামে একজনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার হিমেল শীর্ষ সন্ত্রাসী মামুনের অবস্থান বার বার জানানোর চেষ্টা করছিল। তিনি গুলির দিন স্পটে উপস্থিত ছিলেন বলে স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।