ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে অসন্তোষ প্রকাশ করার পরই ভারতীয় ভিসা মিলে গেছে বাবর আজমদের।
যদিও এখনো বাবররা ভারতীয় ভিসা হাতে পাননি।
বেশ কিছু দিন ধরেই ভিসা সমস্যায় ভুগছিল পাকিস্তান। বিশ্বকাপ খেলতে আসবেন বাবররা।
সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসির কাছে অভিযোগ জানানো হয়। তার পরেই ভিসা সমস্যা মিটেছে বলে সূত্রের খবর। সোমবার শেষ মুহূর্তে ভিসার অনুমতি পাওয়া গেছে। যদিও এখনও সেই ভিসা হাতে পাননি বাবররা। মঙ্গলবার তা পেতে পারেন ক্রিকেটাররা।
শুরুতে ভিসা না পাওয়ায় পাকিস্তানের প্রস্তুতিতে প্রভাব পড়েছে। দুবাই গিয়ে দলের বিশেষ প্রস্তুতির পরিকল্পনা বাতিল করতে হয়েছে পাকিস্তানকে। ৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। ভারতে খেলতে আসার ভিসার জন্য এখনও অপেক্ষায় ছিলেন বাবররা। বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা তাদের। প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর।