ইউক্রেনে পৌঁছেছে আব্রামস ট্যাংক : জেলেনস্কি

ছবি : ইন্টারনেট।

ইউক্রেনে পৌঁছেছে আব্রামস ট্যাংক : জেলেনস্কি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভয়ংকর আব্রামস ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে বলে জানালেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। ট্যাংকের প্রথম চালান হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি জানান, কিয়েভকে যে ৩১টি আব্রামস ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো যুক্তরাষ্ট্র তার প্রথম চালান হাতে পেয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

জেলেনস্কি বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের কাছ থেকে সুখবর পাওয়া গেছে।

এরই মধ্যে ইউক্রেনে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাংক। আমাদের সেনা ব্রিগেডগুলোর সক্ষমতা বাড়াতে সেগুলোকে প্রস্তুত করা হচ্ছে। ’

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুতে কিয়েভকে ৩১টি আব্রামস ট্যাংক দেয়ার প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। দেশটির কর্মকর্তারা বলেছেন, এসব ট্যাংকের সঙ্গে সাঁজোয়া যানবিধ্বংসী ইউরেনিয়ামসমৃদ্ধ ১২০ মিলিমিটারের গোলাও সরবরাহ করা হবে।

news24bd.tv/FA