খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের ওপর হামলা চালিয়ে অভিযানে জব্দ সাড়ে ১২ লাখ টাকাসহ আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা।
রোববার বিকেল ৪টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় ওই ঘটনা ঘটে। হামলায় পাঁচ বিজিবি সদস্য আহত হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ির লোগাং ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে।
আটক ব্যক্তিসহ জব্দকৃত টাকা পানছড়ি থানায় হস্তান্তরের জন্য নেয়ার পথে পূজগাং বাজার এলাকায় বিজিবি সদস্যদের গাড়ি আটকে তাদের ওপর হামলা চালিয়ে টাকা ও আটকদের ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।