বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা দুপুরে

ফাইল ছবি

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা দুপুরে

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে আজ। দলে ইনজুরির সমস্যা থাকলেও দুপুরেই টাইগারদের ওয়ানডে দল।

বিশ্বকাপের ১৩তম আসর শুরু হতে বাকি মাত্র ৯ দিন। এখন পর্যন্ত স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বিশ্বকাপ একাদশ কেমন হবে এ নিয়ে গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ হাথুরুসিংহে।

এদিকে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে যোগ হয়েছে জটিলতা। এর কারণ বিশ্বকাপ খেলতে ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন নিজের নতুন এক সিদ্ধান্তের কথা। জানা গেছে টাইগার এই ওপেনার নির্বাচকদের বলেছেন, নিজের ফিটনেস ইস্যুর কারণে বিশ্বকাপে ৯ ম্যাচের ৫ ম্যাচে খেলতে চান তিনি।

তামিমের এমন সিদ্ধান্ত জানানোর পর সোমবার রাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় আসেন সাকিব আল হাসান। রাত ১১টা ৫০ মিনিটে পাপনের বাসভবন গুলশানে ঢুকতে দেখা যায় সাকিবের কালো কাচে ঘেরা গাড়ি। এ সময় পরনে হলুদ টি-শার্টে দেখা যায় বাংলাদেশ অধিনায়ককে।

এর পরপরই পাপনের বাসভবনে যান চন্ডিকা হাথুরুসিংহে। যদিও বোর্ড সভাপতির বাসায় কোচ অধিনায়কের এমন মিটিংয়ের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। মিটিং শেষে রাত সাড়ে বারোটা নাগাদ বিসিবি সভাপতির বাসা থেকে বেরিয়ে যান কোচ এবং অধিনায়ক।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক