রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার, একাধিক মামলা ও রায়ের পেছনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রত্যক্ষভাবে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির কার্যালয়ে আবু সাইদ চাঁদের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তিনি বলেন, এরা হলো জাতির শত্রু, তথাকথিত ভুয়া রাজনৈতিক ব্যক্তি, যিনি কোনো দিন ছাত্রলীগে করেননি। কিন্তু এখন সুবিধা নিচ্ছে।
তিনি আরও বলেন, শাহরিয়ার আলম পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে দিয়ে জোর করে মামলা ও রায় বাস্তবায়ন করাচ্ছেন। আমরা চাঁদকে অবশ্যই মুক্ত করে নিয়ে আসবো।